দিনাজপুরে শিক্ষক কর্মচারী সম্মেলন অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন
উপজেলা প্রতিনিধি, চিরিরবন্দর (দিনাজপুর)
দিনাজপুরে জেলা পর্যায়ের শিক্ষক কর্মচারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ আয়োজনকে ঘিরে শিক্ষক সমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।
সম্মেলনে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা বিএনপি’র সদস্য ও চিরিরবন্দর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি জনাব মেজবাহুল ইসলাম মেজবাহ। তিনি তার বক্তব্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের সম্মান-সম্মাননা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। শিক্ষকদের দাবি-দাওয়া পূরণ না হলে শিক্ষা ব্যবস্থার উন্নতি সম্ভব নয়। শিক্ষকদের মর্যাদা রক্ষা করতে হলে রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে শিক্ষা খাতে কাজ করা জরুরি।
সম্মেলনে বক্তারা শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন, সুযোগ-সুবিধা বৃদ্ধি, অবসরকালীন ভাতা ও অন্যান্য দাবি তুলে ধরেন। তারা বলেন, শিক্ষকেরা জাতি গঠনের কারিগর, তাই তাদের প্রতি অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দিনাজপুর জেলা শিক্ষক কর্মচারী সম্মেলনকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে একাত্মতার বার্তা ছড়িয়ে পড়ে। শিক্ষক সমাজের এই মিলনমেলায় সকল বক্তাই শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।