ঝিনাইদহে চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু স্ত্রীর অভিযোগ।
মোঃ সুরুজ
ঝিনাইদহ সদর উপজেলা সংবাদদাতা
ঝিনাইদহ সদর উপজেলার পারহাউজ পাড়ার বাসিন্দা হাশেমের ছেলে সুজন (২৮) চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ওয়ার্ডে রোগীদের কাছ থেকে মোবাইল ও টাকার ব্যাগ চুরি করার সময় সুজনকে হাতেনাতে ধরা হয়।
১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তাকে জনতা বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর ২০২৫ তার মৃত্যু হয়।
নিহত সুজনের স্ত্রী রুমা বলেন আমার স্বামীকে চোরের দায়ে মেরে ফেলা হয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি আমি এর সঠিক বিচার চাই।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।