ইউপি সদস্য মোঃ রেজাউল করিম মৃর্ধার সহযোগিতায় মংলায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: মুহা. নাঈম বিন রফিক, মংলা প্রতিনিধি
বাগেরহাট জেলার মংলা থানার ৫ নং সুন্দরবন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ইসলামী চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ইউপি সদস্য মোঃ রেজাউল করিম মৃর্ধার সার্বিক সহযোগিতায় একটি দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পশ্চিম বাজিকরের খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পে ইসলামী চক্ষু হাসপাতাল, পিরোজপুর থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দল উপস্থিত থেকে শতাধিক রোগীর চোখের চিকিৎসা প্রদান করেন।
মাত্র ২০ টাকার সদস্য কার্ডের মাধ্যমে রোগী দেখা হয় এবং কম্পিউটারাইজড ও স্লিট ল্যাম্প পরীক্ষার মাধ্যমে চোখ ও মাথাব্যথার সমস্যা পরীক্ষা করা হয়। রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা ছাড়াও কম খরচে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা রাখা হয় এবং স্বল্প খরচে আধুনিক ফ্যাঁকো মেশিনের মাধ্যমে উন্নতমানের অপারেশন করার সুযোগও দেওয়া হয়।
ইউপি সদস্য মোঃ রেজাউল করিম মুধা বলেন, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী চোখের রোগে ভুগলেও অধিকাংশ সময় অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না। ইসলামী চক্ষু হাসপাতালের এ মহৎ উদ্যোগ তাদের জন্য সত্যিকারের আশীর্বাদ। এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এলাকাবাসী চিকিৎসা ক্যাম্পকে স্বাগত জানিয়ে জানান, গ্রামের সাধারণ মানুষকে চিকিৎসা দিতে ইসলামী চক্ষু হাসপাতালের এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্প নিয়মিত আয়োজন করা হবে। আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, মানুষের দোরগোড়ায় সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই ইসলামী চক্ষু হাসপাতালের মূল লক্ষ্য।
দিনব্যাপী এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে শতাধিক রোগী চোখের চিকিৎসা গ্রহণ করেন এবং চিকিৎসা শেষে অনেক রোগী বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত হন।