আখাউড়ায় বিএনপি নেতার কাছে বিএনপি নেতার চাঁদা দাবির অভিযোগ
মস্তু মিয়া, আখাউড়া উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণাবড়িয়ার
আখাউড়ায় দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা হিসেবে জমির চাওয়ার অভিযোগ করেছেন আরেক এক বিএনপি নেতা মোঃ হারুনুর রশিদ ভূইয়া। চাঁদা না দেওয়ায় ওই পক্ষটি মানহানিকার অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন হারুনুর রশিদ। শনিবার সকালে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন পৌর বিএনপির সহ সভাপতি মোঃ হারুনুর রশিদ ভূইয়া। শনিবার সকালে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলন করা হয়। অভিযুক্ত চাঁদাদাবী কারীরা হলেন ওয়াসিম ভ্ইূয়া ও মিঠু ভূইয়া। তারা বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ও প্রবাসীর বিএনপির পদে রয়েছে।
লিখিত বক্তব্যে মোঃ হারুনুর রশিদ বলেন, আমি আখাউড়া রাধানগর মৌজার বড় বাজার এলাকায় ২০২৫ সনে ৬২ শতক জায়গা ক্রয় করি। যা আমার নামে খারিজ খতিয়ান হয়েছে। সম্প্রতি আমি আমার জায়গায় দোকান নির্মাণ কাজ শুরু করলে শান্তিনগর এলাকার ওয়াসিম ভূইয়া আমার কাছে চাঁদা হিসেবে ১৫ শতক জায়গা দিতে বলে। একই ভাবে মিঠু ভূইয়া ৩ শতক জায়গা দাবি করে। আমি জায়গা দিতে রাজি না হওয়ায় ওয়াসিম ভূইয়া ও মিঠু ভূইয়া আমার নামে অপপ্রচার শুরু করে। তারা কয়েকদিন আগে একটি মানববন্ধনের আয়োজন করে আমার নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচার ও আমাকে ভূমিদস্যু আখ্যা দেয়। মানববন্ধনে তারা দাবি করে আমার ক্রয়কৃত জায়গায় স্কুলের ভূমি ছিল। যা সঠিক নয়। আমি জায়গা ক্রয় করার সময় এখানে স্কুলের কোন জায়গা দেখিনি। চাঁদাবাজরা যে কোন সময় আমার উপর আক্রমণ করতে পারে।
এ বিষয়ে ওয়াসিম ভূইয়া ও মিঠু ভূইয়া বলেন, আমাদের বিরোধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।