হরিণাকুন্ডুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
হরিণাকুন্ডু প্রতিনিধি:
মোঃ মামুনুর রহমান (টগর)।
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক ১৯/৯/২০২৫ ইং তারিখ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট এম এ মজিদ সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি,
সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল হাসান মাষ্টার,
সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব তাইজার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আব্দুল মমিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জিন্নাতুল হক খান, সভাপতি পৌর বিএনপি, আনিসুর রহমান সাধারণ সম্পাদক পৌর বিএনপি, আলতাফ হোসেন পৌর সিনিয়র সহ-সভাপতি, জয়েন্ট সেক্রেটারি আশরাফুল ইসলাম টোটন,নজরুল ইসলাম নজির সাংগঠনিক সম্পাদক হরিণাকুন্ডু পৌর, পৌর সহ সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। তাই এদেশের মানুষের ভালবাসার আঙিনা বিএনপি আর ভালবাসার প্রতীক ধানের শীষ।
এ-সময় উপস্তিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।