1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় বাড়ির মালিককে মেরে স্বর্ণালংকার লুট । চট্টগ্রাম —কক্সবাজার মহাসড়ক ডাকাতি নি,হ,ত ১ ফেনীতে হত্যাচেষ্টা মামলায় ৩ সাংবাদিকদের নামে আদালতে মামলার আবেদন বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী সুজন মিয়া পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাস দ্রুত স্থাপনের দাবিতে ছাতকে মানববন্ধন নবজাতক শিশুর জন্মের পর সঠিক ওজন নির্ণয় সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বগুড়া গোয়াল ঘরের দেয়াল ভেঙে ৫টি গরু চু,রি পলাশে পঙ্গু আসাবুদ্দিনের পাশে দাঁড়ালো আমরা সামাজিক সংগঠন – দুর্বার গোবিন্দগঞ্জে ইউপি সদস্যের রহস্য জনক ম*’ত্যু । শিবচরে বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শিবচরে বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

শিবচরে বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসাইন
স্টাফ রিপোর্টার
মাদারীপুর (শিবচর)

: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার নেতাদের:

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন খান (শাহাদাত কমিশনার) এবং সদস্য সচিব সোহেল রানা। এ ছাড়া কমিটির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জহের গোমস্তা, সাজাহান হোসেন মোল্লা, আজমল হুদা (ইথু) চৌধুরী, শহিদুল ইসলাম (সহিদ চেয়ারম্যান), আবুল বাসার সিদ্দিকী, শামীম চৌধুরী, শহিদুল ইসলাম দিপুসহ স্থানীয় নেতা-কর্মীরা।

সভায় বক্তারা বলেন, দেশে চলমান ফ্যাসিস্ট শাসনব্যবস্থা মানুষের বাকস্বাধীনতা হরণ করেছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে জনগণ আবার বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, শিবচর উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে দলের একজন নিবেদিতপ্রাণ ত্যাগী নেতা। অন্যদিকে সদস্য সচিব সোহেল রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসা একজন তরুণ নেতৃত্ব, যিনি দলের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

নেতারা সভায় বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, মাঠের আন্দোলন থেকে শুরু করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি—সব দিকেই নবগঠিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন কমিটির নেতারা। তারা চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলনের রূপরেখা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এবংগণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট