বরিশালে জামায়েতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মোঃ রাইহান ইসলাম সজিব,স্টাফ রিপোর্টার বরিশাল।
বরিশাল নগরীর নগর ভবন সম্মুখ, ফজলুল হক এভিনিউতে *বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ০৫ দফা গণদাবিতে* সংগঠনটির বরিশাল মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর এর সভাপতিত্ব *একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল* কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামাত ইসলামির নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও বরিশাল জেলা শাখার আমির অধ্যাপক আব্দুল জব্বার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আমিনুল ইসলাম খসরু, সংগঠনটির বরিশাল মহানগরীর সহকারি সেক্রেটারি জেনারেল মাস্টার মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কেন্দ্র ঘোষিত ০৫ দফা দাবি সমূহঃ*
ক) জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা,
খ) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা,
গ) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
ঘ) ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
ঙ) বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিক্ষোভ সমাবেশে বক্তাগণ জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যাকারীদের বিচার, জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ ও নির্বাচনে লেবেল প্লেয়িং বিষয়ে বক্তব্য প্রদান করেন:
জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাঁখার সহকারি সেক্রেটারি জেনারেল মাস্টার মিজানুর রহমান বক্তব্যে বলেন, পিআর (প্রতিনিধি অনুপাত) পদ্ধতি নিয়ে অপপ্রচার চলছে যে এটি নির্বাচন বানচাল করবে; কিন্তু তারা দৃঢ়ভাবে জানাচ্ছেন যে জামায়াতও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। পিআর পদ্ধতির মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে ভবিষ্যৎ স্বৈরতন্ত্র তৈরির পথ বন্ধ হবে বলে দাবি করেনসংগঠনটির বরিশাল মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা মতিউর রহমান বক্তব্যে দলের পাঁচ দফা দাবি পুনরায় উপস্থাপন করেন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির ওপর জোর দেন। পাশাপাশি তিনি ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে বিচার ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।সাবেক এমপি ও সংগঠনটির নায়েবে আমি অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতির দ্বৈত কর্মপন্থার কথা উল্লেখ করে বলেন, ২০২৪ সালের নির্বাচনের ওপর জনগণের আস্থা নষ্ট হয়েছে; ভোটকেন্দ্রের পরিস্থিতি উদ্বেগজনক ছিল। অনৈতিকভাবে নমিনেশন বিক্রি, আর্থিক লেনদেন ও ক্ষমতার অসদব্যবহার বন্ধ করতে পিআর পদ্ধতি অপরিহার্য। ভোটের মাঠ সমতল করার জন্য সংস্কারের জোরালো পদক্ষেপ গ্রহণ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেন। তিনি ঘরে ঘরে আন্দোলন ছড়িয়ে দিয়ে অধিকার আদায় করতে জনগণকে আহ্বান জানান।সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর স্পষ্ট করে জানান, পিআর দাবি আদায় না হলে জামায়াত আন্দোলন থামাবে না; পিআর বিহীন কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। তিনি পাঁচ দফা অনস্বীকার্য দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল জব্বার বলেন, দীর্ঘকাল ধরে নির্যাতিত থাকার পর জামায়াত মুক্তি পেয়েছে; পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে ভোটকেন্দ্রে দুর্নীতি, ভোটচুরি, চাঁদাবাজি ইত্যাদি বন্ধ হবে। তিনি জোর দিয়ে বলেন জামায়াত নির্বাচন চায়—তবে পিআর পদ্ধতির অধীনে আস্থা ও ন্যায় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সমরূপ সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে তারা শান্তিপূর্ণভাবে ঘরে ফিরবে না। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর ফজলুল হক এভিনিউ থেকে শুরু হয় চকবাজার রোড, লাইন রোড প্রদক্ষিণ করে সদর রোড হয়ে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।