*টেকনাফে বিয়ের অনুষ্ঠানে কথা-কাটাকাটি, যুবককে ছুরিকাঘাতে হত্যা*
মোহাম্মদ আবুল বশর
ক্রাইম রিপোর্টার
চট্টগ্রাম।
কক্সবাজার জেলার টেকনাফে বিয়ের অনুষ্ঠানে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে ইমদাদ হোসেন (৪৭) নামের এক যুবককে হত্যার করা হয়েছে।
আজকে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার উমর ছিদ্দিক মেম্বার বাড়ি-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ইমদাদ হোসেন টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে এবং পান ব্যবসায়ী।
মৃত ব্যক্তি ব্যবসায়িক কার্যক্রম শেষ করে বাজার থেকে বাড়ি ফেরার পথে ৪-৫ জন লোক তাকে ছুরিকাঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করতে তাকে জবাই করে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় ইমদাদ হোসেনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
’