আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) এর সম্প্রীতি সমাবেশ।
আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি।
১৯/৯/২৫ ইং আজ মুন্সিগঞ্জ জেলার, লৌহজং উপজেলা কলেজে, আসন্ন জাতীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) এর সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ,আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের লৌহজং উপজেলা শাখার সভাপতি- অলক কুমার মিত্র সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত সমাবেশে বক্তারা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভ্রাতিত্ব বন্ধনের আহ্বান জানান এবং সকলে মিলেমিশে একটি সুন্দর সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ জাতীয়বাদী দল(বিএনপি) এর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানান, এবং শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সাফল্য মন্ডিত করার লক্ষ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন- আলহাজ্ব কোহিনূর শিকদার, ভারপ্রাপ্ত আহবায়ক বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) লৌহজং উপজেলা শাখা।