রশিদপুরে কালোবাজারে বিক্রি ৭৮ বস্তা সরকারী চাল জব্দ
মোঃ আজাদ হোসেন নিপু:-
জামালপুর জেলা প্রতিনিধি।।
জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের দক্ষিন জামালপুরের চৌরাস্তা এলাকায় চাঁন মিয়ার বাড়ি থেকে কালোবাজারে বিক্রিকৃত ৭৮ বস্তা সরকারী চাল জব্দ করেছে প্রশাসন। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত ৫০ কেজির ৪৪ বস্তা ও ৩০ কেজির ৩৪ বস্তা চালসহ বাড়ির একটি রুমকে সিলগালা করেছে প্রশাসন।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জামালপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা আইমান বিনতে ফেরদৌস জানান, কালোবাজারে ক্রয়কৃত চাল একটি বাড়িতে মজুদ হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে মোঃ চাঁন মিয়ার বাড়ির একটি রুমে এসব চাল পাওয়া যায়। পরে, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার ভূমি এসব চাল জব্দ করে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ বিষয়ে জামালপুর সদর থানায় একটি মামলার প্রক্রিয়া চলমান আছে বলে তিনি জানান…