ভূরুঙ্গামারীতে পাইকেরছড়া ইউনিয়নে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আব্দুল ওয়াহাব, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি।
আজ (১৮)সেপ্টম্বের রোজ বৃহস্পতিবার ভূরুঙ্গামারী উপজেলায় পাইকেরছড়া ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে কিশোরী সমাবেশ, আলোচনা সভা ও বাল্যবিবাহ নিয়ে নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আর্থিক সহায়তা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং কারিগরী সহযোগিতা করেন মহিদেব যুব সমাজ কল্যান সমিতি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ রোকনুজ্জামান, প্রধান শিক্ষক, পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক,পাটেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়। বক্তব্য রাখেন জনাব মোঃ আরিফুল ইসলাম, সভাপতি, উপজেলা যুব প্লাটফর্ম, ভূরুঙ্গামারী। বক্তব্য রাখেন জনাব মোঃ সাইফুর রহমান, সাধারণ সম্পাদক,পাইরেছড়া ইউনিয়ন যুব সংগঠন। বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুল লতিফ, ফিল্ড ফ্যাসিলিটেটর, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাবা মোছাঃ আশা মনি, সভাপতি, পাইকেরছড়া ইউনিয়ন যুব সংগঠন। এলাকা বাসি পাইকেরছড়া ইউনিয়ন যুব সংগঠনের এমন মহতি উদ্বেগ এবং এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমে এগিয়ে আসার জন্য প্রসংশা করেন।ধন্যবাদ জানান প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মহিদেব যুব সমাজ কল্যান সমিতিকে। তাদের আর্থিক ও কারিগরী সহযোগিতায় বাল্যবিবাহ হার অনেকটা কমেছে। আগামিতে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।