বগুড়া মাদ্রাসার সুপারের দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও সড়ক অবরোধ
দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সিংজানী ডিএসএস সিনিয়র ফাজিল ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনগণের উদ্যোগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মান্নান-এর বিরুদ্ধে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ১০ মিনিটে নন্দীগ্রাম থানাধীন ১নং বুড়ইল ইউনিয়নের কুন্দারহাট বাসস্ট্যান্ডের উত্তর পাশে সিংজানী রাস্তার মাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করলে মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ঘটনার পর কুন্দারহাট হাইওয়ে থানা ও নন্দীগ্রাম থানা পুলিশের যৌথ উদ্যোগে মানববন্ধনকারীদের সঙ্গে আলোচনা করে শান্ত করা হয়। পরে বেলা ১১টা ৫৫ মিনিটে তারা আশ্বস্ত হয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যায়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে একই অভিযোগে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে সুপার মাওলানা আব্দুল মান্নান কৌশলে মোটরসাইকেলযোগে স্থান ত্যাগ করেন ।