মহসিন আলম মুহিন
কেঁদে কেঁদে বহে
কানে কানে কহে,
রিনিঝিনি সুরে গান
ঝর্ণারো আছে প্রাণ।
ঘর থেকে নামে
কোথা গিয়ে থামে,
সুদূরের পানে যায়
তারে বোঝা ধায়।
প্রেম লয়ে মনে
ছোটে সাগর পানে,
ফিরে নাহি চায়
মনে হাসি উছলায়।
পাহাড়ি ঝর্ণা ধারা
বিশালে হয় হারা,
প্রেম পিপাসা অন্তরে
ছুটে চলে নুপুর পড়ে।।
মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং০১৭১৬৯১৩৯৩৯