নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে মোবাইল কোর্টের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রামে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও পণ্যের গায়ে প্রয়োজনীয় তথ্য না থাকায় এক বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) বিকেল ৪টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব রোহান সরকার। অভিযান চলাকালে দেখা যায়, আল আমিন বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে। এছাড়াও এসব পণ্যের গায়ে ওজন, উপাদান, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য (MRP), উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং বিএসটিআই-এর অনুমোদন সনদ ছিল না। এ অপরাধে মোবাইল কোর্ট বেকারির স্বত্বাধিকারী মোঃ আব্দুল আজাদ (৪৩), পিতা-মৃত ইসমাইল হোসেন, সাং-কলেজ পাড়া, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে ২০ (বিশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) জনাব রোহান সরকার জানান, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।