মোঃ মাহবুবুর রহমান সোহেল,স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের জমি দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। দীর্ঘদিন ধরে দখলে থাকা বনভূমি শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মুক্ত হয় এক যৌথ অভিযানে।
অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযান চলাকালে বনভূমির বুকে গড়ে ওঠা দোকান, বসতবাড়ি ও বিভিন্ন অবৈধ স্থাপনা একে একে ভেঙে ফেলা হয়।
অভিযান শেষে বন বিভাগের ঢাকা রেঞ্জের ডিএপু বশির উল মামুন সাংবাদিকদের বলেন, “বনের জমি বেদখল থেকে মুক্ত করতে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আর কোনোভাবেই বনভূমি দখল করে অবৈধ স্থাপনা গড়তে দেওয়া হবে না। এ অভিযান ধাপে ধাপে চলবে।”
বনভূমি দখলমুক্ত হওয়ার এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকে বলেন, বছরের পর বছর ধরে দখলে থাকা প্রাকৃতিক সম্পদ ফিরে পাওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক টুকরো সবুজ পৃথিবী নিশ্চিত করা।