মোঃ শাহানজিদ উদ্দিন সোহান ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল আড়াইটার দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্তের ৬৭ নম্বর মেইন পিলার থেকে প্রায় ৪০০ গজ ভেতরে স্থানীয় মো. সুখীর বাড়ির পাশে অভিযানটি পরিচালিত হয়।
হাবিলদার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা এ সময় ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করেন। তবে অভিযানের সময় মাদককারবারীরা পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। সীমান্ত এলাকায় মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।