রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
তরুণ ও মেধাবীদের প্রাণের সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির বাদশাগঞ্জ উপশাখার উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫ ইং) বিকেল ৩টা ৩০ মিনিটে বাদশাগঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন মোঃ আবু বকর ইমন। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ ইকরামুল হক এবং ইসলামি সংগীত পরিবেশন করেন মোঃ সাজিদুর রহমান ও সজিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার মাদ্রাসা বিষয়ক সম্পাদক মোঃ সুলতান আহমদ। প্রধান মেহমান ছিলেন মাওলানা এনামুল মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি এম সহিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ান আহমেদ শিবলী।
বক্তারা তাদের বক্তব্যে উত্তম ছাত্র হওয়ার উপায়, নৈতিকতা, শৃঙ্খলা এবং শিক্ষার প্রতি মনোনিবেশের গুরুত্বসহ ছাত্র সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।