মোঃ মিজানুর রহমান,উপজেলা প্রতিনিধি নাগরপুর
চারাবাগ উত্তরপাড়া গ্রামবাসী দীর্ঘ ২০০ বছরের বেশিরভাগ সময় ধরে চারাবাগ উত্তরপাড়া নোয়াই নদী উপর দিয়ে নিজ অর্থায়নে বাসের সাঁকো নির্মাণ করে চলাচল করছে পাঁচটি গ্রামের মানুষ ।
দীর্ঘ এই ২০০ বছর ধরেও এই নোয়াই নদীর উপরে নির্মাণ হয়নি কোন ইট পাথরে গড়া ব্রিজ এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত চলাচল করে চারাবাগ উত্তরপাড়া গ্রামবাসী সহ মামুদ নগর বাবনাপাড়া নঙ্গিনা বাড়িসহ অন্যান্য গ্রামের হাজারো পথচারী। চারাবাগ উত্তর পাড়া নদীর এপার ওপার মিলিয়ে একটি সমাজ প্রতিনিয়ত অসুস্থ রোগী ও মৃত কোন ব্যক্তিকে কবরস্থ করতে গেলে পড়তে হচ্ছে বিপদে বাসের সাঁকো দিয়ে পারাপার করতে না পেরে প্রায় পাঁচ ৬ কিলোমিটার ঘুরে একজন মৃত ব্যক্তিকে কবরস্থ করতে হচ্ছে ।
অসুস্থ রোগীকে এই বাসের সাঁকো দিয়ে পারাপার না হতে পেরে প্রতিনিয়ত অসংখ্য ব্যক্তি বিপর্যয়ে পড়ছে প্রতিনিয়ত এবং সময় মত হসপিটালে নিতে না পেরে হারাচ্ছে আপনজন । এছাড়াও চারাবাগ উত্তরপাড়া গ্রামবাসীর বেশিরভাগ ফসলি জমি নদীর ওইপার ওই পারে হাওয়ায় ও ফসল আনা নেওয়ায় বিপদগ্রস্ত হচ্ছে চার-পাঁচটি গ্রামের মানুষ ও সাধারণ কৃষক এবং জানা যায় মোটরসাইকেল আরোহীসহ বিভিন্ন পেশাজীবী জনসাধারণ।বাধাগ্রস্ত হচ্ছে চলাচলের ক্ষেত্রে সময়মতো স্কুলে যেতে পারছে না সাধারণ শিক্ষার্থী ও কলেজ মুখী ছাত্রছাত্রী ।
স্থানীয় বসবাসকারী গ্রামবাসী সূত্রে জানা যায় রাতের বেলা কোন ব্যক্তি অসুস্থ হলে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে এবং গ্রামবাসী আরো জানায় এই নোয়াই নদীতে ব্রিজ না থাকায় বাচ্চাকাচ্চা নিয়ে পারাপার হওয়া ও মসজিদ মুখি ব্যক্তিদের রাতের বেলা মসজিদে আসা যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে । এই নোয়াই নদীতে ১২ মাস পানি থাকায় কোনভাবেই ভালোভাবে চলাচল করতে পারেনা গ্রামের সাধারণ মানুষ । প্রতিবছর পরিবর্তন করতে হয় নষ্ট হয়ে যাওয়া বাস ।
চারাবাগ উত্তরপাড়া সকল পেশাজীবী মানুষের ফসল আনা নেওয়ার ক্ষেত্রেও পরতে হয় বাড়তি ঝামেলায়। তারা জানায় এই ব্রিজ টি হলে প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করতে সহজ হবে । গ্রামের ছোট ছোট ছেলেমেয়েসহ স্কুল ও কলেজ গামী ছাত্র-ছাত্রীদের চলাচলের জন্য অতি সহজ রাস্তা হিসেবে বিবেচিত হবে। গ্রামবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা এখানে একটি ব্রিজ হবে।
দীর্ঘদিন ধরে সর্বস্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গদের অনুরোধ করেও ২০০ বছরেও হয়নি কোন প্রকার সংস্কার গ্রামবাসীর আশা অতি দ্রুত এখানে ব্রিজ করার পদক্ষেপ যেন নেয়া হয় । এতে করে গ্রামের মানুষ উপকৃত হবে বলে জানায় চারাবাগ উত্তরপাড়া গ্রামবাসী ।