মোঃ আমজাদ হোসেন,উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর (দিনাজপুর)
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা জোরদার করতে দিনাজপুরের চিরিরবন্দরে আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা চত্বরে এ বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বাছাইকৃত আনসার ও ভিডিপি সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে জানানো হয়েছে।