মোঃ এমদাদুল হক ভূইয়া
ময়মনসিংহের নান্দাইলে নব যোগদানকৃত মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
গত ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে নান্দাইল মডেল থানার বাংলো প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন এবং নিজের পরিচয় তুলে ধরেন। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে একে একে পরিচিত হন তিনি।
পরিচয় পর্ব শেষে অনুষ্ঠিত উন্মুক্ত মতবিনিময় পর্বে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান রাজিব, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোঃ এ হান্নান আল আজাদসহ সাংবাদিক রমেশ কুমার পার্থ, প্রবাল মজুমদার, রফিক মোড়ল, শফিকুল ইসলাম, সায়েদুর রহমান ফারুক, মোশাররফ হোসেন প্রমুখ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখেন।
সাংবাদিকদের প্রশ্ন ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ এবং সহজ-সাবলীলভাবে সেগুলোর উত্তর প্রদান করেন। তিনি নান্দাইল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে কিশোর অপরাধ, মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় রোধে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
নব যোগদানকৃত এই কর্মকর্তা প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন— “নান্দাইল উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।”
সভায় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৪২ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।