মমিনুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার মুখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, এবং মায়া ক্লিনিকের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম সুরুজ আর নেই।
অসুস্থজনিত কারণে তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)
রফিকুল ইসলাম সুরুজ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
গাইবান্ধার মুখ পত্রিকার মাধ্যমে তিনি স্থানীয় জনগণের দাবি-দাওয়া ও সমস্যাকে তুলে ধরেছেন নির্ভীকভাবে।
পাশাপাশি মায়া ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রেখে আসছিলেন তিনি।
তার মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী সাংবাদিক মহল ও সর্বস্তরের জনগণের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার জানাজা ও দাফনের সময় পরবর্তীতে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আল্লাহ্ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দিন—এই প্রার্থনা সবার।