আরিফুল ইসলাম ইরান
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিএনপির ১৮০ দিনের কর্ম পরিকল্পনার লিখিত কাগজ পঞ্চগড়ের শহরের ব্যবসায়ি ও সাধারন জনগনের সাথে গনসংযোগ করার সময় হাতে তুলে দেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।
কর্ম পরিকল্পনায় শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, শহীদদের স্বীকৃতি, কৃষিকাজ ও গ্রামীণ উন্নয়ন, শিল্প খাত, তথ্যপ্রযুক্তি খাত, প্রবাসী কল্যাণ, নগর ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা, ঋণ ব্যবস্থাপনা ও রাজস্ব আয়রন বৃদ্ধি, ঋণ ব্যবস্থাপনা কৌশল ও বাজেট প্রক্রিয়ার সংস্কার সহ নানাবিদ বিষয়ের কথা উল্লেখ করা হয়।
৮ সেপ্টম্বর সমবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পঞ্চগড় পৌর শাখার উদ্যোগে এই গনসংযোগ চালানো হয়।
উক্ত গনসংযোগ করার সময় সফর সঙ্গি হিসাবে ছিলেন, জেলা বিএনপির যুগ্নআহ্বায়ক এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্নআহ্বায়ক অ্যাডভোকট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলাবিএনপির সদস্য শফিউলজ্জান পাটুয়ারি রুবেল, পৌর বিএনপির সদস্য সামশুজামান বিপল্ব, জেলা সেচ্ছা সেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, সদর উপজেলা সভাপতি আবু দাউদ প্রধান, পঞ্চগড় জেলা বনিক সমবতির সাধারন সম্পাদক বাচ্চু মিয়া, শ্রমিক দলের পঞ্চগড় জেলা সভাপতি রাজিউল ইসলাম রাজু, সবেক ছাড়া নেতা হারুনার রশিদ হারুন, সবেক ছাত্র নেতা আরিফুল ইসলাম ইরান সহ বিএনপির আন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ব্যারিস্টার নওশাদ জমির বলেন মানুষকে সচেতন করার জন্য আমরা ১৮০ দিনের কর্মপরিকল্পনার লিফলেটটি বিতরন করিতেছি অবশ্যই মানুষ সচেতন হয়ে বিএনপির সাথে থাকবে।