স্টাফ রির্পোটার রানা মিয়া
মানুষ যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে দিশেহারা, তখন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ও জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মো. মহসিন মিয়া মধু দেখালেন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত।
তিনি গড়ে তুলেছেন এক অনন্য উদ্যোগ— ‘নিত্য প্রয়োজনীয় পণ্যের বিনা লাভের বাজার’, যেখানে গরীব ও সাধারণ মানুষের জন্য চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্য দেয়া হচ্ছে একেবারেই স্বল্প মূল্যে, কোন প্রকার লাভ ছাড়াই।
এই বাজারে প্রতিদিন ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ ও খেটে খাওয়া জনগণ। পণ্য নিতে আসা এক বৃদ্ধ বলেন,
“এখন বাজারে যাওয়া মানেই মন খারাপ করা। কিন্তু এখানে এসে মনে হলো এখনও ভালো মানুষ আছে। আল্লাহ উনাকে হায়াত দিক।”
এই মানবিক বাজারটি আয়োজন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে।
এ বিষয়ে মো. মহসিন মিয়া মধু বলেন,
“আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে থাকার জন্য। যতটুকু পারি, মানুষের দুঃখে পাশে দাঁড়াতে চাই।”
শহরের গুরুত্বপূর্ণ স্থানে এই বাজার স্থাপন করে তিনি দেখিয়েছেন— রাজনীতি শুধু ভাষণের জায়গা নয়, এটি হতে পারে সেবার বাস্তব প্ল্যাটফর্ম।
তাঁর এ উদ্যোগ এলাকায় প্রশংসার জোয়ার বইয়ে দিয়েছে। সাধারণ মানুষ বলছেন, “রাজনীতিবিদরা যদি এমন হয়, তাহলে আমরা এখনও আশাবাদী।”
এই ‘বিনা লাভের বাজার’ আজ শুধু একটি মানবিক প্রয়াস নয়, বরং রাজনীতিতে মানবতার জেগে ওঠা এক নিঃশব্দ বিপ্লব।
জনগণের জন্য ভালোবাসা ও দায়িত্ববোধ যে এখনও জীবিত, মো. মহসিন মিয়া মধু তার বাস্তব উদাহরণ।