এস এম আলমগীর হোসাইন স্টাফ রিপোর্টার
মাদারীপুরের শিবচরে সরকারি বোরহামগঞ্জ কলেজে শুরু হয়েছে ভর্তি সহায়তা কার্যক্রম। এই আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবচর উপজেলা শাখা। প্রথম দিন থেকেই বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও অভিভাবকের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সভাপতি আল আমিন, সেক্রেটারি মুজাহিদ তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান, শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় সঠিক দিকনির্দেশনা দেওয়া, প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং ভোগান্তি কমানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
আয়োজকরা ভর্তি হতে আসা শিক্ষার্থীদের পানি, বই, লিফলেটসহ বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করেন। এ সময় কলেজ চত্বর জুড়ে শিক্ষার্থী-অভিভাবকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
উপজেলা সভাপতি আল আমিন বলেন, “ছাত্র-ছাত্রীদের মেধা ও যোগ্যতা বিকাশ এবং তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিয়মিত কাজ করছে। ভর্তি সহায়তা কার্যক্রম তারই ধারাবাহিক অংশ।”
স্থানীয় অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।