বাতেনুজ্জামান জুয়েল স্টাফ রিপোর্টার
আজ ৮ সেপ্টেম্বর, ১২রবিউল আউয়াল, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার স্বনামধন্য বিদ্যাপিঠ রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত হলো মহা পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সঃ)। পবিত্র ঈদে-মিলাদুন্নবী(সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বেলা ১১ ঘটিকার সময়, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুর আলম মাতুব্বরের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজৈর হাসপাতাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল বাশার।
বিশেষ অতিথি ছিলেন মুফতি মাওলানা মাহামুদুল্লা ফাহামি মোহতামিম তিব-ই-আন মাদ্রাসা রাজৈর। মাওলানা নুরুজ্জামান নোমানী ইমাম ও খতিব রাজৈর সরকারী কলেজ মসজিদ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি বিশেষ অতিথিগন মহানবীর জীবন দর্শন নিয়ে সুন্দর ভাবে আলোচনা করেন যাহা উপস্থিত সকলেই মনযোগ সহকারে শুনেন ও মোনাজাতে অংশগ্রহণ
করেন।