1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ :
রৌমারীতে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত কাচারি মাঠে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী’র পথসভা ও গণসংযোগ নদ নদীতে অভিযান চালিয়ে কোস্ট গার্ড প্রায় ৪৬ লক্ষ টাকা মূল্যের ৩০৪.৮৬ গ্রাম স্বর্ণসহ ২ জন পাচারকারীকে গ্রেফতার মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় যুবনেতা যুক্তরাষ্ট্র প্রবাসী লিটন চৌধুরী বগুড়ায় ধারালো দা’য়ের আঘাতে যুবক গুরুতর আহত ধুনটে গৃহবধূকে দুই দফা জোরপূর্বক ধর্ষণ, আসামি পলাতক আংশিক চন্দ্রগ্রহণে মুগ্ধ দেশবাসী মুন্সীগঞ্জে কার্টনের ভিতর থেকে নবজাতকের লা,শ উ,দ্ধা,র মনের ক্ষুধা মেটাতে আনন্দ ভ্রমণ

রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ বেতন বৃদ্ধির দাবিতে

অপু, স্টাফ রিপোর্টার, 
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

অপু, স্টাফ রিপোর্টার, 

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে হঠাৎ করেই এ বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকে বিকল্প ব্যবস্থায় ভ্রমণ করলেও পর্যাপ্ত বাস না থাকায় অনেক যাত্রী আটকে পড়েন।

রাজশাহী থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। চালক, সুপারভাইজার ও সহকারিদের বেতন বৃদ্ধির দাবিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধুমাত্র একতা ট্রান্সপোর্টের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে বাস স্টাফদের বেতন অস্বাভাবিকভাবে কম। বর্তমানে ন্যাশনাল ট্রাভেলস চালকদের প্রতি ট্রিপে মাত্র ১১০০ টাকা, সুপারভাইজারদের ৫০০ টাকা এবং সহকারিদের ৪০০ টাকা বেতন দেয়। দেশ ট্রাভেলস-এ চালকদের বেতন ১২০০ টাকা। শ্রমিকদের দাবি, এ বেতন প্রতি ট্রিপে দুই হাজার টাকা করতে হবে। শ্রমিকদের ঘোষণা অনুযায়ী, বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত রাজশাহী-ঢাকা রুটে অধিকাংশ বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান তারা।

ন্যাশনাল ট্রাভেলসের চালক বলেন, ‘‘১০ বছর ধরে আমাদের একই বেতন দেওয়া হচ্ছে। গত ২৩ আগস্ট আমরা ন্যাশনাল ট্রাভেলসের বাস চলাচল বন্ধ করেছিলাম। তখন কর্তৃপক্ষ দুই দিনের মধ্যে বেতন বাড়ানোর আশ্বাস দেয়। কিন্তু দুই সপ্তাহ পার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার অন্য সব বাস শ্রমিকরাও আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। একতা ট্রান্সপোর্ট ছাড়া সব বাস বন্ধ থাকবে যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয়।’’

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘‘শ্রমিকরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। মালিকরা ১০০ টাকা বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তবে শ্রমিকরা তা মানেননি। আমরা শিগগিরই মালিকদের সঙ্গে আবারও বৈঠকে বসব এবং তাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আলাপ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট