আবু বক্কর সিদ্দিক ক্রাইম রিপোর্টার
বান্দরবানের লামায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ভিডব্লিউবি (চক্র: ২০২৫-২৬) কর্মসূচির আওতায় গরীব,দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে মাসিক ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদের আয়োজনে লামার রুপসী পাড়ায় কার্ড ও চাল বিতরণ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন রুপসী পাড়া ইপি চেয়ারম্যান শাহ আলম (ভারপ্রাপ্ত),ট্যাগ অফিসার ও আনসার ভিডিপির প্রশিক্ষক মোহাম্মদ হিরু,ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুছা,ইউপি সদস্য সীতারঞ্জন বড়ুয়া,খালেদা বেগম,শাহ বানু,উচাইচিং মার্মা,আবু তাদের, উলামং মার্মা,স্নেহ কুমার বড়ুয়াসহ সকল ইউপি মেম্বার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের কর্মচারীগণ।
বর্ণিত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুছা জানান,ভিডব্লিউবি (চক্র: ২০২৫-২৬) কর্মসূচির আওতায় ইউনিয়নের ৩২০ জন দুঃস্থ, অসহায় মহিলা মাঝে প্রথমবারে জুলাই -আগস্ট দুই মাসের একত্রে ৬০ কেজি কার্ড ও চাউল বিতরণ করা হয়।