মোহাম্মদ নজরুল ইসলাম খোকন
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে যোগদান করবেন চট্টগ্রাম জেলার বাঁশখালীর মেয়ে তাসনীম জাহান। ইতিমধ্যে তার বদলীর আদেশ হয়েছে। তিনি এখনো অনুষ্ঠানিকভাবে যোগদান করেননি।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলা প্রশাসনের “মানব সম্পদ ও উন্নয়ন” শাখায় কক্সবাজার পৌরসভার সাবেক প্রশাসক রুবাইয়া আফরোজকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বদলী হওয়ার পর এডিসি (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। তাসনীম জাহান “মানব সম্পদ ও উন্নয়ন” শাখায় যোগদান করবেন বলে জানা যায়।
এরআগে তিনি খুলনার ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাসনীম জাহান চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামের সমাজসেবী মরহুম সিরাজুল কবিরের একমাত্র মেয়ে।