রেজাদুল ইসলাম রেজা,গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন কুমিড়াডাঙ্গা, গ্রামে পূর্বশত্রুতার জেরে মোঃ আঃ মান্নান ওরফে বুলেট কে , হত্যার উদ্দেশ্যে হামলা ও মারধরের ঘটনা ঘটে বলে জানা যায়। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আঃ মান্নান (বুলেট) মহিমাগঞ্জ ইউনিয়ন কুমিড়াডাঙ্গা, গ্রামে মোঃ রফিকুল ইসলাম ( রফিক) মিয়ার ছেলে,
এজাহার সূত্রে জানা যায়, শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে কুমিড়াডাঙ্গা স্ট্যান্ডের শাহ আলম ট্রেডার্স থেকে কাজ শেষে খাবার খেতে বাড়ি আসেন বুলেট। বাড়ির উঠানে নলকূপে হাত-মুখ ধোয়ার সময় আসামি আহাদ, আরাফাত উভয় পিতা মোফাজ্জল ও সজিব পিতা আনারুল ইসলাম সহ আরও ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে যায়।
পরবর্তীতে কুমিড়াডাঙ্গা মৌজার গুলিয়ার মাঠের উত্তর পাশে একটি সেচপাম্প ঘরের পিছনে হাঁটু পানির মধ্যে নিয়ে তাঁকে বেধড়ক কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে আসামিরা বুলেটকে পানির নিচে চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা চালায়। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
স্থানীয় সুত্রে জানা যায় একদল যুবকেরা ফুটবল খেলার সময় হটাৎ মারামারি দেখতে পারে, এবং মারামারি দেখতে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে জানাজানি হলে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে এবং তাদের সহযোগিতায় বুলেটকে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।,
এ ঘটনায় ভিকটিমের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে তিনজন নামীয় আসামি ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি বুলবুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।