রাজু, উপজেলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের নোন্দাপুর মহালেন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শামসুল ইসলাম-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী বিনির্দেশ বহির্ভূত সার বিক্রির অভিযোগে একজন সার ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দকৃত ৬০ বস্তা সার উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে কৃষক পর্যায়ে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। বিক্রির অর্থ পরবর্তীতে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। এছাড়া নিরাপত্তা সহযোগিতা প্রদান করে কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্র।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, “কৃষকদের অধিকার সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে আছে। কোনোভাবেই সার নিয়ে কারসাজি বা বিধি বহির্ভূত বাণিজ্য বরদাস্ত করা হবে না।