1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরগঞ্জ ডিরেক্টরি’ প্রকাশনার মোড়ক উন্মোচন এবং ক্রেস্ট প্রদান রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অ,বৈ,ধ মিশুকের মুখোমুখি সং,ঘ,র্ষ নি,হ,ত ১, আ,হ,ত ১ ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ এনে স্কুলে অভিভাবকদের বিক্ষোভ যুবককে ডেকে নিয়ে গলাকেটে হত্যার চেষ্টা, গ্রেফতার ২ বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা শান্তিগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত অনিচ্ছাকৃত ভুলের জন্য বিএনপি পরিবারের সকলের কাছে ক্ষমা প্রার্থী অধ্যাপক এমএ খালেক গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরধরে বুলেট নামের এক যুবককে হত্যার উদ্দেশ্যে হামলা ও মারপিটের অভিযোগ বান্দরবানের লামার রুপসীপাড়াতে ৩২০ জন দুঃস্থ মহিলা পেল ভিডব্ললামা

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ এক ব্যবসায়ীকে র‌্যাব সদস্যদের কে অবরুদ্ধ করে রাখে স্থানীয় বাসিন্দারা

মোঃ সজিব জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

মোঃ সজিব জেলা প্রতিনিধি

রোববার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের বরামা গ্রামেএক ব্যবসায়ীকে আটকের ঘটনায় র‌্যাব সদস্যদের অবরুদ্ধ করেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের বরামা গ্রামে এই ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে ‘অস্ত্রসহ আটকের’ সময় র‌্যাব সদস্যদের অবরুদ্ধ করেছেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে রেপ র্্যাব সদস্যের কাছ থেকে আটক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্যরা এসে র‌্যাব সদস্যদের উদ্ধার করে নিয়ে যান।

রোববার বিকেলে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের বরামা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন দৈনিক প্রভাতী বাংলাদেশ কে
জানায়, বিকেল সোয়া পাঁচটায় র‌্যাবের একটি গাড়ি বরামা চৌরাস্তায় এসে থামে। সেখানে একটি দোকানে ব্যাটারিচালিত অটোরিকশার দোকানে গিয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালান। এ সময় তাঁরা ওই দোকানের মালিক মোশারফ হোসেনকে (৪৫) আগ্নেয়াস্ত্রসহ আটকের কথা জানান। তবে তাৎক্ষণিক র‌্যাব সদস্যদের ভুয়া আখ্যা দিয়ে মোশারফ হোসেনের আত্মীয়-স্বজন ও বাড়ির লোকজনসহ স্থানীয় শতাধিক ব্যক্তি সেখানে জড়ো হয়ে তাঁদের আটকে রাখেন । তাঁরা সড়কের বিভিন্ন স্থানে লাঠি সোটা ও কাঠ ফেলে অবরোধ সৃষ্টি করে আটকের প্রতিবাদ জানান। একপর্যায়ে আটক মোশারফ হোসেনকে তাঁরা র‌্যাবের কাছ থেকে ছিনিয়ে নেন। এবং র্্যাব সদস্যকে অবরোধ করে রাখে।
মোশারফ হোসেনের আত্মীয়-স্বজনদের সাথে কথা বলে জানা যায় যে আমরা প্রথমে ভেবেছিলাম র্্যাব সদস্য ভুয়া। তাই আমার ভাইকে অবরোধ করে রেখেছি

শ্রীপুরের বরমী গ্রামের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, সেখানে র‌্যাবের তিন থেকে চারটি গাড়ি আটক আছে। মোশারফ হোসেনকে আটকের পর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। তারা বলেন যে র্্যাব সদস্য ভুয়া। তাঁরা মোশারফকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন। সন্ধ্যা থেকে সেখানে স্থানীয় শতাধিক লোকজন তাঁদের অবরুদ্ধ করে এ ঘটনার প্রতিবাদ জানান।

গাজীপুরে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম বলেন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। তিনি সন্ধ্যা ৮ টার দিকে দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকাকে বলেন, আমরা শুনতে পেরেছি র্্যাব দুটি গাড়ি এবং র‍্যাপ সদস্যকে আটকে রাখা হয়েছে। এমন খবর পেয়ে আমরা পুলিশ সদস্যরা ওইখানে যাই। এবং উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করি। এবং ৭:৩০ মিনিটে সেনাবাহিনী সদস্যরাও পৌঁছান। এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট