মমিনুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কে কালিতলা নামক স্থানে মহাসড়কের পাশে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
তথ্যসূত্রে জানা যায়, রংপুরগামী সার্ভিস লেন সংলগ্ন হাইওয়ের পাশে চাকায় পিষ্ট হয়ে থাকলে যাওয়া ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ ধারনা করছেন, গতরাতে অজ্ঞাত নামার যানবাহনের চাকা পিষ্ট হয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
গোবিন্দগঞ্জের হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অজ্ঞাতনামা এই ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
তার পরনে ছিল কোয়ার্টার কালো প্যান্ট এবং গোল গলার কালো গেঞ্জি। তার গায়ের রং কালো।