নজির আলী (রিপন)
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর এলাকায় পুকুরে ডুবে মুসকান নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মুসকান স্থানীয় কামরান মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর দুপুরের দিকে হঠাৎ করে শিশুটি বাড়িতে কোথাও না পাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে তাকে পানিতে ভাসতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসকানকে মৃত ঘোষণা করেন।