মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
আজ (সোমবার) দুপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেনী জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমির মুফতি এম. আবদুল হান্নান।
এসময় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা আলোচনায় সাক্ষরতার প্রসার, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষ এক বর্ণাঢ্য র্যালি বাহির করা হয় র্যালির নেতৃত্ব দেন মাননীয় ডিসি মহোদয় সাথে ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জামাতে ইসলাম এর জেলা আমির মুফতি আবদুল হান্নানসহ রাজনৈতিক নেতা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন।