শুরু হয় রাত ১০ টা ৩০ মিনিটে গতরাতে আকাশজুড়ে দেখা মিলল এক অন্য রূপের চাঁদ। বিরল এই মহাজাগতিক ঘটনাকে ঘিরে গ্রামের মাঠ, শহরের ছাদ, পাড়া-মহল্লা সবখানেই ছিল উৎসুক জনতার ভিড়।
চন্দ্রগ্রহণের সময় ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যেতে থাকে চাঁদ। কখনো রক্তিম আভা, কখনো অর্ধেক ঢাকা— এ এক অপূর্ব দৃশ্য। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের গ্রহণ বছরে কয়েকবার হলেও প্রতিটির সৌন্দর্য আলাদা।
সাপাহারসহ দেশের বিভিন্ন স্থানে মানুষ পরিবার-পরিজন নিয়ে চাঁদ দেখতে ছুটে যান। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক— সবার মধ্যেই ছিল এক ধরনের উত্তেজনা। অনেকে মোবাইল ক্যামেরায় এ মহামুহূর্ত ধারণ করেন।
এ উপলক্ষে স্থানীয় মসজিদগুলোতে অনুষ্ঠিত হয় খাস সূরাতুল কুসুফ নামাজও দোয়া মাহফিল। ধর্মপ্রাণ মানুষ বিশ্বাস করেন, এ ধরনের সময় আল্লাহর স্মরণ ও দোয়া করা বিশেষ ফজিলতপূর্ণ।
চন্দ্রগ্রহণ ঘিরে মানুষের মাঝে তৈরি হয়েছিল উৎসব মুখর আবহ। পরিবার-পরিজনের সঙ্গে আড্ডা, ছবি তোলা আর চাঁদের দিকে তাকিয়ে থাকা— সব মিলিয়ে এক স্মরণীয় রাত উপহার দিল প্রকৃতি
শেষ হয় রাত ০২ টা ৪৯ মিনিটে