এম কে হাসান বিশেষ প্রতিবেদক
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকায় অবৈধ মিশুক গাড়ির মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে মো. তারেক (১৩) নামের অপর একজন, আহত মোঃ তারেকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঘটনা টা ঘটেছে সোমবার ৮ সেপ্টেম্বর বিকাল ৪ টায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে । প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদকর্মী নুরুল আবছার জানান, ইমরান হোসেন (৫) বাজার থেকে নাস্তা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মিশুক গাড়ির সাথে অপর মিশুক গাড়ির মুখোমুখি সংঘর্ষে একটা গাড়ি উল্টে গিয়ে ইমরান হোসেন নামের শিশুটির উপর পড়ে। এ সময় গুরুতর আহত হয় ইমরান হোসেন সহ দুজন। তাদের মধ্যে উল্টে যাওয়া গাড়ির ড্রাইভারের সহপাঠী মোঃ তারেক নামের একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে শিশু ইমরান হোসেন(৫) এর মৃত্যু হয় এবং মোঃ তারেক এখনো চিকিৎসাধীন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানের পরিবার।
নিহত ইমরান হোসেন(৫) লম্বাঘোনা এলাকার বাকপ্রতিবন্ধী বেলাল হোসেনের সন্তান। হতদরিদ্র পরিবারের এই শিশুর মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, অপ্রাপ্ত বয়স্ক কিশোর ও অদক্ষ ড্রাইভারদের প্রধান সড়কে গাড়ি চালানোর ফলে প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন সড়কে ঘটছে নিয়মিত দুর্ঘটনা । এর প্রতিকারে প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ও ভূক্তভোগীরা ।