1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, বাংলাদেশ থেকেও দেখা যাবে জমিয়তে উলামায়ে ইসলামের জরুরি সংবাদ সম্মেলন দলের কর্মীদের প্রতি চিকিৎসা সেবায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার ঘরে ঘরে মানুষের কাছে পৌছাতে হবে বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষক সম্পাদক নওশাদ সুন্দরগঞ্জে ভাসানী সেতুর ক্যাবল চু,রি,র দায় স্বীকার গ্রে,প্তা,র ২ গাইবান্ধায় প্রস্তাবিত টেকনিক্যাল স্কুল ও কলেজ নিয়ে বিতর্ক মুকসুদপুরে নৈশপ্রহরী গৌতম হত্যা মামলায় একজনকে আটক করেছে পুলিশ স্বর্ণালংকারের লোভে শিশুকে অপহরণ ও হত্যাচেষ্টা: লক্ষ্মীপুরে এক নারী গ্রেফতার বদলগাছীতে বিনিময় সম্পত্তি জবর দখলের হুমকি অভিযোগ প্রভাবশালী পার্থ চৌধুরীর বিরুদ্ধে

সৌদি প্রবাসীর স্ত্রী, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নিরুদ্দেশ

মোঃ মিজানুর রহমান,নাগরপুর 
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান,নাগরপুর 

স্ত্রী সন্তানের ,ভবিষ্যৎ জীবনে, সুখের চিন্তা কথা চিন্তা করে, প্রবাসে পাড়ি জমান মোঃ সুজন শেখ, দীর্ঘ ৭ বছর, একাধারে প্রবাসে কাটান, এবং সাত বছরে যত টাকা পয়সা রোজগার করেন, স্ত্রী সন্তানের ভরণপোষণের জন্য , স্ত্রী শাহনাজ আক্তার (বিউটি) (৩৫) এর ব্যাংক একাউন্টে সমস্ত টাকা পাঠান, মেয়ে ও তার স্ত্রীর জন্য,পার্শ্ববর্তী আত্মীয়র মাধ্যমে, ক্রমে ক্রমে তিন ভরি স্বর্ণ পাঠান দেশে ,সাত বছর পর দেশে ফিরে, সৌদি আরব প্রবাসী মোঃ সুজন শেখ, গ্রামের বাড়ি নাগরপুর কাঠুরি শাকিনস্থ, তাহার নিজ অর্থে ক্রয় কৃত নির্মাণ করা বসত বাড়িতে, আসেন , প্রবাসী মোঃ সুজন শেখ ,বাড়িতে আসার পর হইতেই, তার স্ত্রী শাহনাজ আক্তার বিউটি (৩৫) তাহার সাথে খারাপ আচরণ ও গালিগালাজ করেন, এবং বাড়ি হতে বেরিয়ে যাওয়ার জন্য ভয়-ভীতি দেখাতে থাকেন,এ ভাবে বেশ কিছুদিন যাওয়ার পর, প্রবাসী মোঃ সুজন শেখ কে , মেরে ফেলার হুমকি প্রদান করেন, স্ত্রী শাহনাজ আক্তার বিউটি, এ বিষয়ে তাহার পরিবারের সকল সদস্য, প্রবাসী মোঃ সুজন শেখ এর স্ত্রীর শাহনাজ আক্তার বিউটির পক্ষ নেন, এবং হুমকি ধামকি দিতে থাকেন, প্রবাসী মোঃ সুজন শেখ কে ‘কোন উপায় না পেয়ে স্ত্রী শাহনাজ আক্তার ডিউটি (৩৫) ও তাহার শ্বশুর বাড়ির লোকজনের বিষয়কে কেন্দ্র করে মোঃ সুজন শেখ (৪৫) নাগরপুর থানায় সাধারণ অভিযোগ দায়ের করেন, এবং সহযোগিতা কামনা করেন, এবং কিছুদিন যাওয়ার পর, প্রবাসী মোঃ সুজন শেখ (৪৫) বাড়িতে না থাকায়, তাহার স্ত্রী শাহনাজ আক্তার বিউটি (৩৫) গত ১৬/০৪/২০২৫ ইং তারিখে ,৩ ভরি স্বর্ণ ও নগদ ২ লক্ষ টাকা সহ ,তাহার দুই সন্তান ,ছেলে মোঃ রাইয়ান রাজ (২০) মেয়ে সাবিকুন্নাহার পুষ্প (১৫) কে , নিয়ে বাড়ি হইতে অজ্ঞাত পালিয়ে যায়, প্রবাসী মোঃ সুজন শেখ (৪৫) বাড়িতে এসে খোঁজাখুঁজি করেন, এবং শ্বশুরবাড়ির লোকজন দেরকে জিজ্ঞাসাবাদ করেন, প্রতিউত্তরে তাহারা জানায়, এই ব্যাপারে আমরা কিছুই জানিনা, প্রবাসী মোঃ সুজন শেখ,কাঠুরি সাকিন্স্ত, তার নিজ বাড়িতে ফিরিয়া গেলে, এলাকাবাসীর কাছে জানিতে পারে, প্রবাসী সুজন শেখ এর স্ত্রী শাহনাজ আক্তার বিউটি (৩৫) ওই বসতবাড়ি তাহার নিজ নামে রেজিস্ট্রি করিয়াছিলেন, এবং বাড়ি হতে পালিয়ে যাওয়ার বেশ কিছুদিন পূর্বে , তাহার নিকটস্থ আত্মীয়র কাছে, বিক্রি করিয়া দিয়েছে, সমস্ত কিছু জানার পর, মানসিক ভাবে ভাঙ্গিয়া পড়েন, প্রবাসী মোঃ সুজন শেখ,এবং তাহার শেষ সম্বল কিছুই না থাকায়, কি করবে , কোন উপায় খুঁজে না পেয়ে ,দিশেহারা হয়ে প্রবাসী মোঃ সুজন শেখ, তাহার নিজ দেশের বাড়ি, (কিশোরগঞ্জ ),তাহার বাবার বাড়িতে চলে যান, যাওয়ার পূর্বে তাহার স্ত্রী নম্বরে, বেশ কয়েকদিন যোগাযোগ করার চেষ্টা করলেও, মোবাইল ফোন বন্ধ থাকায়,যোগাযোগ করতে পারেনি, এবং পরবর্তীতে সে বাধ্য হয়, তাহার দেশের বাড়িতে চলিয়া যাইতে, এবং সে এই বয়সে, তাহার ছেলেমেয়েকে কাছে পাওয়ার আকুতি জানায়, এবং ছেলেমেয়েদের ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলেও ,তাদের ফোনও বন্ধ পাওয়া যায়, প্রবাসী মোঃ সুজন শেখ এর ,একটাই দাবি, তার স্ত্রী শাহনাজ আক্তার বিউটি (৩৫), যেন তাহার ছেলে-মেয়েকে, প্রবাসী মোঃ সুজন শেখ এর কাছে ফিরিয়ে দেয়, এবং তাহার শেষ সম্বল টাকা পয়সা, সেগুলো ও যেন ফিরিয়ে দেয়, এ ব্যাপারে স্ত্রী সহ ছেলে মেয়েদের সন্ধান চায় প্রবাসী মোঃ সুজন শেখ । এবং প্রবাসী ভাইদের প্রতি, আহ্বান জানা কোন প্রবাসী যেন স্ত্রী নামে কোন অর্থ সম্পদ না রাখতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট