রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) অস্থায়ী দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারীরা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী মজুরি বৃদ্ধি না করায় শনিবার নগর ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন
শ্রমিকরা অভিযোগ করেছেন, সরকারি প্রজ্ঞাপনের পরও তাদের দৈনিক মজুরি ৪৮৪ টাকা দিয়ে রাখা হচ্ছে, যেখানে দক্ষ শ্রমিকের জন্য ৭৫০ এবং অদক্ষের জন্য ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিক্ষোভের সময় শ্রমিকেরা নগর ভবনের প্রধান ফটক বন্ধ রাখেন এবং বিভিন্ন ওয়ার্ড কার্যালয়ে ঝাড়ু হাতে অবস্থান করেন। পরে প্রতিনিধি দল প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সঙ্গে বৈঠক করে। সেখানে এক মাসের মধ্যে বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও, বাস্তবায়নে গড়িমসির ক্ষেত্রে লাগাতার কর্মসূচি চালানোর হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
এ বিষয়ে সরকারি কমিটি গঠন করা হলেও প্রায় দুই মাসেও বৈঠক হয়নি। প্রধান নির্বাহী আশ্বাস দিয়েছেন যে, দ্রুত সভা করে কমিটি তাদের মতামত জানাবে এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হবে।