আরাফাত ভূঁইয়া শান্ত,মুন্সীগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে মোজাম্মেল হক মুন্নাকে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব নির্বাচিত করায় সিরাজদিখান উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার নিমতলা সুখের ঠিকানা এলাকা থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক প্রদক্ষিণ করে শিকদার মার্কেটের সামনে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। পথসভায় বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, আহ্বায়ক সদস্য আল আমিন সাবেক এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য হীরা মেম্বার, সাবেক সহ সংগঠনিক সম্পাদক সুশীল মন্ডল, সাবেক সহ প্রচার সম্পাদক হোসেন বাবু দেওয়ান, ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আনিস ভূঁইয়া, যুবদল নেতা নূর হোসেন, কাইয়ুম রোমানসহ ৩শতাধিক স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মিছিল শেষে নবনির্বাচিত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নার প্রতি আস্থা ও ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।