আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জ জেলার, লৌহজং উপজেলার, মেদিনী মন্ডল ইউনিয়নের, মাওয়া চৌরাস্তা থেকে মাওয়া বাজার পর্যন্ত, গুরুত্বপূর্ণ রাস্তাটির ভয়ানক খারাপ অবস্থা, এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে, রাস্তাটিতে অতিরিক্ত খাদ গর্ত থাকার কারণে যানবাহন চলাচলের সময় যানবাহনগুলো প্রায়ই দুর্ঘটনায় পতিত হয়, এই রাস্তাটির আসে পাশের দোকানদারদের সাথে কথা বলে জানা যায়, এই রাস্তাটি দুটি ইউনিয়নের মাঝামাঝি হওয়ায়, রাস্তা মেরামতের ক্ষেত্রে ঠেলাঠেলি লেগে থাকে, কুমারভোগ ও মেদিনী মন্ডল এই দুই ইউনিয়নের, জন প্রতিনিধিদের সাথে কথা বললে তারা একে অপরকে দোষারোপ করেন, মেদিনী মন্ডল ইউনিয়নের জন প্রতিনিধি বলে, এটা কুমারভোগ ইউনিয়নের কাজ, কুমারভোগ ইউনিয়নের প্রতিনিধি বলে, এটা মেদিনি মন্ডল ইউনিয়নের কাজ, এমতাবস্থায় অত্র এলাকার জনগণ ও পরিবহন চালকদের একটাই দাবি উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপের মাধ্যমে রাস্তাটি মেরামত হলে অত্র এলাকার জনগণ এবং পরিবহন চালকদের দুর্ভোগ লাঘব হত।