শাব্বীর আহমদ শিবলী, হবিগঞ্জ
গতকাল ৬ সেপ্টেম্বর সকাল ১২ ঘটিকায় সারাদেশ ব্যাপী সরকারের নির্দেশনার আলোকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহারত্নপাড়া এসইএহডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে ১২ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরীর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ ও দোয়া মাহফিল যাথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
প্রধান শিক্ষক অঞ্জন দেবের সভাপতিত্বে মুহাম্মদ উমর ফারুকের কুরআন তিলাওয়াত ও মুহাম্মদ রাশেদুল ইসলামের সঞ্চালনায় এতে আলোচনা রাখেন। উক্ত বিদ্যালয়ের মাওলানা স্যার হাফেজ মুফতি শাব্বীর আহমদ শিবলি নোমানী সাহেব।
বক্তব্যে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন বিশ্বমানবতার উজ্জ্বল আলোকবর্তিকা। তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে সারাজীবন অতিবাহিত করেছেন। তিনি তখনকার আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর কলে কুরআন সুন্নাহর আলো বিতরণ করে একটি সমৃদ্ধ উন্নত শান্তিময় বিশ্ব উপহার দিয়েছিলেন। কুরআনে উনার ‘উসওয়ায়ে হাসানা’ তথা উত্তম আদর্শ গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। হাদীসে স্বয়ং তিনি বলেছেন, ‘আমাকে উত্তম চরিত্র পরিপূর্ণতার জন্য প্রেরণ করা হয়েছে।’
আমরা অশান্তিময় বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় তাঁর উত্তর আদর্শ লালন ও গ্রহণ করলে আজো পৃথিবীব্যাপী শান্তি প্রতিষ্ঠা হবে। দূর্নীতি সন্ত্রাস হিংসা বিদ্বেষ মুক্ত পরস্পরের ভ্রাতৃত্ব সহানুভূতি সম্প্রতি সুন্দর সমাজ গঠন করতে পারবো।
অন্যান্যদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক শেফালী আক্তার, সিনিয়র শিক্ষক রুজিনা আক্তার নিঠু কিশোর আচার্য রাশেদুল ইসলাম সঞ্জু দাশ ফাতমা বেগম সাদেকুল ইসলাম বাবুল আক্তার ওমর ফারুক অখিল চন্দ্র ও অন্যান্য শিক্ষক কর্মচারী প্রমুখ।