আরিফুর রহমান স্টার্ফ রিপোটার
আজ ৬ই সেপ্টেম্বর রোজ শনিবার সকালে বিএনপির ৪৭ তম প্রতিস্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অনুস্টিত হয় ঐতিহাসিক বর্নাঢ্য রেলি ও আলোচোনা সভা, জনাব,সরদার এনামুল হক এলিনের সভাপণ্ডিতে অনুস্ঠিত সভায় প্রধান অতিথী ছিলেন,রাজাপুর কাঁঠালিয়া গন মানুষের নেতা,বিএনপি কেন্দ্রীয় সংসদের ধর্ম- বিষয়ক সম্পাদক,জননেতা জনাব,রফিকুল ইসলাম জামাল, প্র্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন ঝালকাঠি ২ আসনের গন- মানুষের হ্রদয়ের স্পন্দন ছাএনেতা থেকে জননেতা,সাবেক বিএম ~কলেজের সফল ভিপি, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বরিশাল বিভাগ।
বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন, জনাব,বীর মুক্তিযোদ্ধা মস্তফা কামাল মন্টু,সাবেক সভাপতি ঝালকাঠি জেলা,জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ ঝালকাঠি।জনাব,গোলাম মস্তফা ছালু সাবেক উপদেস্টা ঝালকাঠি জেলা বিএনপি।জনাব, এ্যড,জহিরুল ইসলাম সুমন, সাবেক মানবধিকার বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
জনাব,মোহাম্মাদ হোসেন বাবুল, আহবায়ক আয়ারল্যান্ড বিএনপি যুক্তরাজ্য। জনাব, এ্যড,আবুল কালাম আজাদ,সভাপতি রাজাপুর উপজেলা বিএনপি,জনাব,এ্যড,আনিসুর রহমান খাঁন হেলাল, সভাপতি নলছিটি উপজেলা বিএনপি।জনাব,জালালুর রহমান আকন,ভারপ্রাপ্ত সভাপতি কাঁঠালিয়া উপজেলা বিএনপি।জনাব,শওকত হোসেন খোকন মল্লিক, সাধারনসম্পাদক সম্পাদক ঝালকাঠি সদর উপজেলা বিএনপি।
এছাড়াও উপস্হিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাধারন সম্পাদক,,এ্যড,আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান আজাদ, যুগ্ন আহবায়ক, হেদায়াতুল ইসলাম সোহেল,
কৃষক দলের সভাপতি, তকদির হোসেন,সিঃ সহ সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্ছু,
ঝালকাঠি জেলা ছাএদলের সহ সাধারন সম্পাদক,এবং সাধারনসম্পাদক প্রাথি “নবিন ” নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সফল আহবায়ক তৌহিদ আলম মান্না,সদস্য সচিব সাইদুল কবির রানা সহ নলছিটি ঝালকাঠি রাজাপুর কাঁঠালিয়া বিএনপি পরিবারের হাজার হাজার নেতাকর্মী,
অনুস্ঠানের সঞ্চালনায় ছিলেন, জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক এনামুল হক সাজু।
আলোচনা সভা ও রেলি একসময় মহাসমাবেশে পরিনত হয। এসময় ধর্ম বিষযক সম্পাদক তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীযতাবাদি দল বিএনপি দুটি অভিছন্ন কাউকে বাদ দিলে স্বাধীনতা পূর্নতা পায়না,তিনি আরও বলেন,আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান এ মাসের শেষে অথবা আগামি মাসের প্রথম সপ্তাহে দেশে আসবেন। এছাড়া তিনি আরও বলেন, ঝালকাঠি নলছিটির প্রানের স্পন্দন ছাএনেতা থেকে জননেতা দেশমাতা বেগম খালেদা জিয়ার স্নেহধন্য কালামানিক জননেতা জনাব মাহাবুবুল হক নান্নু কে বিজয়ী করার আহ্বান জানান,।