ক্রাইম রিপোর্টার আবু বক্কর সিদ্দিক
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কালাইয়া পাড়ায় বসবাস রত ৪৭ পরিবারের সদস্য সংখ্যা ২০৮ জন প্রান্তিক বাঙালি জনগোষ্ঠীর অবহেলিত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয়রা জানান রাস্তা ভেঙ্গে যাওয়ায় ঝুঁকিপূর্ণ সরক দিয়ে শিশুরা স্কুলে যাতায়াত করতে পারছেন না অসুস্থ রোগী চিকিৎসা সেবা পেতে হিমশিম খেতে হচ্ছে পাহারি দুর্গম এলাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গ্ৰামবাসী দাবী করেন বাঙ্গা সড়ক পূর্ণ নির্মাণ ও দুইটি কালবাট নির্মাণ করে এলাকাবাসী ভাগ্য পরিবর্তনের
এবিষয়ে ৫ নং সরই ইউনিয়নের সচিব মানিক বড়ুয়া কে প্রশ্ন করা হলে তিনি বলেন প্রসাশন নিয়োগ না পাওয়ায় উন্নয়ন কাজ শুরু করা সম্ভব হচ্ছে না তিনি আস্তস্থ করে বলেন প্রসাশন নিয়োগের পর উন্নয়ন কাজ শুরু করা হবে ভাঙ্গা রাস্তা মেরামত ও কালভার্ট নির্মাণ নিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সচিব মানিক বড়ুয়া
এবিষয়ে আরো জানান লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন জানান ভোগান্তি নিরোসনে করতে তিনি আন্তর্জাতিক ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন
এদিকে স্থানীয় গ্ৰামের প্রধান (১)নজরুল ইসলাম নজ (২) জাহেদ হোসেন (৩) শরিফুল (৪) নজরুল ইসলাম (৪) নবী হুসেন (৫) শাহাদাত হোসেন (৬) মিজান (৭) শাহলম (৮) হাছান আলী (৯)দেলোয়ার রা বলেন গ্ৰামের সাথে কেয়াজু পাড়া বাজারে যাতায়াত দূর্গ ৩ কিঃ এর মধ্যে বাঙ্গা রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে না পারায় সেবা বঞ্চিত হচ্ছে এলাকার জনসাধারণ বঞ্চিত হচ্ছে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা কৃষি খাদ্য ইত্যাদি সরবরাহ করতে পারছেন না অসুস্থ রোগী চিকিৎসা সেবা পেতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান ভোগান্তি নিরোসনে করতে সরকারের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন কালাইয়া পাড়ার গ্ৰামবাসী