বাতেনুজ্জামান জুয়েল স্টাফ রিপোর্টার
আজ রবিবার ৭ সেপ্টেম্বর,২০২৫ বিকাল সাড়ে তিনটায় মাদারীপুর জেলা প্রশাসক মোসাম্মাদ ইয়াসমিন আক্তার ও মাদারীপুর পুলিশ সুপার মোঃ নাইমুল হোসেন এর সঙ্গে বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার সম্মানিত উপদেষ্টা শ্রী প্রবীর সাহা, আহ্বায়ক শ্রী জীবন বোস, যুগ্ম আহ্বায়ক শ্রী হরিসাধন দত্ত, বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্ট রাজৈর উপজেলা শাখার আহ্বায়ক শ্রী বিপ্লব ঘোষ, বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্ট রাজৈর উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব শ্রী সনজীব কুমার দাস, এডভোকেট সত্যেন কুমার ঢালী প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ এ বছরের শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন করতে মাদারীপুর জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার অনুরোধ করেন।পরে জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হোসেন বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।