মোঃজমির উদ্দিন,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম,এসআই আব্দুর রাজ্জাক ও এসআই শাহ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।
অভিযানে উপজেলার ৯নং কান্দি ইউনিয়নের পশ্চিম দাদন এলাকা থেকে খতিব উদ্দিনের ছেলে মুজিবুর রহমান,ফারুক হোসেনের ছেলে শিহাবুল আলম শাহীন,তুহিন মিয়ার স্ত্রী ফরিদা বেগম,৭নং ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ এলাকা থেকে লাল মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস,আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে হারুন মিয়া,আব্দুল কুদ্দুস মিয়ার স্ত্রী মর্জিনা বেগম,ছোট হায়াত খাঁ এলাকা থেকে শমসের আলীর ছেলে কেরামত আলী ও মইনুদ্দিন,৩নং পারুল ইউনিয়নের পশ্চিম পারুল সুন্দর এলাকা থেকে মুহিব উদ্দিনের ছেলে, জহুরুল ইসলাম, জহুরুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম,মজিবুর রহমানের ছেলে মিজানুর রহমান।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রোমেল বড়ুয়া জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি এ অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে।এ ধরনের অভিযান নিয়মিত চালু থাকলে এলাকায় অপরাধ দমন সম্ভব হবে।