জাকারিয়া রানা,জেলা প্রতিনিধি (পটুয়াখালী)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হলো “ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা ক্যাম্প”
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ৬ সেপ্টেম্বর সকাল ৯টায় পটুয়াখালী শহরের এফপিএবি মিলনায়তনে এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
ক্যাম্পে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। বিশেষ করে গরীব ও অসহায় রোগীরা এতে উপকৃত হন।
আয়োজকরা জানান, বিএনপি সব সময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।