মোহন মিয়া স্টাফ রিপোর্টার,
পঞ্চগড় সদর উপজেলার ৬ নং সাতমেড়া ইউনিয়নে ভেলকু পাড়া গ্রামে, সীমান্ত এলাকায় করতোয়া নদীতে বালু তুলার সময় বজ্রপাতে তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ৩জন কে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে , পঞ্চগড় সদর উপজেলার ৬ নং সাতমেড়া ইউনিয়নের ভেলকু পাড়া এলাকায়।
এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৭ সেপ্টেম্বর )দুপুরে বজ্রপাতের সময় ওই তিনজন নদীতে বালু তুলার কাজ করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই ৩ জন গুরুতর আহত হন. আহতদের অবস্থা বেগতিক হওয়ায় তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে.। বজ্রপাতে আহতরা হলেন আলম (৪৫) ও তার ছোট ভাই জুয়েল (৩০), পিতা, আব্দুর রহমান,ও রেজাউল (৪০),
পিতা, আব্দুল্লাহ তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতালের চিকিৎসক গণমাধ্যম কে জানান।
৬ নং সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) আহতের বিষয়টি নিশ্চিত করেন।