কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ১ হাজার ৯৮২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত যুবকের নাম জাহাঙ্গীর আয়েস (২৫)। তিনি টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল রাজ্জাকের ছেলে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে জাহাঙ্গীর আয়েসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলে তার শরীর তল্লাশি করে ১ হাজার ৯৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক যুবককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র আরও জানায়, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।