মোঃ আমজাদ হোসেন, (দিনাজপুর)
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্না কুড়ি এলাকায় তালদিঘির উত্তর পাশে একটি বাগান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
রবিবার (০৭/০৯/২৫ ইং তারিক) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে তার পরনে ছিল জিন্সের প্যান্ট।
চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। কিছু আলামত পাওয়া গিয়েছে লাশের পাশে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্তাধীন রয়েছে।