মুহাম্মদ নুরুল আমিন লোহাগাডা
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সিএনজি ট্যাক্সি ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে২জনের মৃত্যু হয়।৬০/০৯/২০২৫ তারিখ রাত্রে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে জানা যায় যে গতিরোধক স্পিড বেকার গুলো দেওয়া হয়েছে তাতে আরো ঝুঁকি বেড়েই চলছে গতিরোধক এর আগে পিছে কোন ছিন্ন না থাকায় সব ধরনের ছোট-বড় গাড়িগুলো এবং যাত্রীসহ প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছেন।
এরকম লাগামহীনভাবে গাড়ি চালকেরা ও একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে গাড়ি চালানো কোন মতেই থামানো যাচ্ছে না
স্থানীয়দের দাবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন এমনই যদি হয়ে থাকে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ও মূল্যহীন জীবন বলে মন্তব্য করেছেন এলাকাবাসী। তারা বলেন আরো গুরুত্বসহকারে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আরো দায়িত্বশীল হয়ে প্রশাসনের নজরদারিতে রাখা উচিত মনে করেন।
তথ্য অনুসন্ধানে উঠে এসে ২০২০ সাল থেকে এই দুর্ঘটনা কবলিত এলাকার আশপাশে বহু দুর্ঘটনা ঘটেছে এতে অনেক মানুষের প্রানাহানিও ঘটে। তারপরেও ওই এলাকায় প্রশাসন কোন সুস্থ সমাধান দিতে পারেনি তাই স্থানীয়দের একটাই দাবি ওই স্থানে যত বৈধ অবৈধ স্পিড বেকার আছে তা আরেক একটু রোডের সাথে লেভেল করলে ভালো মনে করেন।